কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ব্রহ্মাপুর,
দক্ষিণ কলকাতা
ন্যাশনাল মহাত্মা গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশন
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ব্রহ্মাপুর, দক্ষিণ কলকাতা
হতে হবে কম্পিউটার লিডারেট
Read in English - বাংলায় পড়ো
বিশ্বায়নের ফলে বাংলা তথা ভারতবাসীর জীবন দর্শন সম্পূর্ণ বদলে গেছে। আমরা প্রবেশ করেছি তথ্যপ্রযুক্তির যুগে। আমাদের প্রাত্যহিক জীবনের ছত্রেছত্রে প্রবেশ করেছে কম্পিউটার। বর্তমানে কম্পিউটার-এর ব্যবহার ছাড়া মানব সভ্যতা অচল। একটা সময় ছিল যখন সাক্ষরতাকে মানব উন্নয়নের সূচক বলে পরিগণিত হতো। কিন্তু আজকের দিনের চাহিদা হলো কম্পিউটার সাক্ষরতা। শুধুমাত্র অক্ষরজ্ঞান থাকলেই চলবে না, জানতে হবে কম্পিউটারের ব্যবহারও। তাই আমাদের সরকার কম্পিউটার সাক্ষরতার উপর জোর দিয়েছে; গ্রহণ করেছে ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্প ডিমানিটাইজেশনের ফলে কম্পিউটার শেখা আরও বেশি করে জরুরী হয়ে পড়েছে। তাই কম্পিউটারের জ্ঞান শুধুমাত্র জীবিকার জন্য নয়, প্রয়োজন জীবন ধারণের জন্যও।
কম্পিউটার শেখার অর্থ একটা কোর্স বা পাঠক্রম শেষ করা নয়, বরং এটি একটি প্রসেস বা প্রক্রিয়া। কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশনের কার্যকারিতা ও উপযোগিতা সম্পর্কে সম্যক জ্ঞান, হাতে কলমে প্রশিক্ষণ এবং বাস্তবিক জীবনে তার যথাযথ প্রয়োগের মাধ্যমেই কেবল এই শিক্ষণ প্রক্রিয়ার বৃত্তটি সম্পন্ন হতে পারে। কোর্স শেষ হবার পর তাই শুধুমাত্র সার্টিফিকেট হাতে পাওয়া নয়, বরং অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর মধ্যেই রয়েছে কম্পিউটার শিক্ষা সার্থকতা।
আমাদের একাডেমি এই নীতিতেই বিশ্বাসী। আমাদের লক্ষ্য এখানকার ছাত্র-ছাত্রীরা কোর্স শেষে প্রকৃত অর্থে কম্পিউটার লিটারেড (Computer Literate) হয়ে উঠবে। চাকরি খুঁজতে হবে না, চাকরি এসে ধরা দেবে তাদের কাছে।
কোর্স কোঅর্ডিনেটর
জিয়াউল হাসান