কম খরচে কম্পিউটার শিক্ষা কেন্দ্র

কম খরচে কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Computer education center at Brahmapur Kadamtala in South Kolkata

Low cost computer education center at Brahmapur Kadamtala in South Kolkata

কম খরচে কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে চান? তাহলে আর দেরি কেন? এখনি ভর্তি হয়ে যান ন্যাশনাল মহাত্মাগান্ধি কম্পিউটার সাক্ষরতা মিশন, ব্রহ্মপুর ব্রাঞ্চে। আমরা আপনাদের জন্য এনেছি কম খরচে উপযুক্ত মানের কম্পিউটার প্রশিক্ষণ প্রোগ্রাম এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ নেওয়ার দারুণ সুযোগ।

আমরা একাধারে প্রফেশনাল কোর্সস্কুল লেবেল কম্পিউটার কোর্স (সিলেবাস) পড়ানোর সুবিধা রেখেছি। ICSE, CBSE, WB BOARD এর সিলেবাস পড়ার সুবিধা আছে এই কম্পিউটার শিক্ষা কেন্দ্রে। ন্যাশনাল মহাত্মাগান্ধি কম্পিউটার সাক্ষরতা মিশন, ব্রহ্মপুর ব্রাঞ্চে এখনি যোগাযোগ করুন।

সুতরাং কম খরচে কম্পিউটার শিক্ষার কোর্স করার মাধ্যমে কেরিয়ার গড়ার জন্য আমাদের কম্পিউটার শিক্ষা কেন্দ্রে আসুন এবং ভর্তি হয়ে যান আপনার পছন্দের কোর্সে।

কম খরচে কম্পিউটার শিক্ষার জন্য যে সমস্ত কোর্সে আপনি ভর্তি হতে পারেন সেগুলো হল ঃ